১) পরিবার পরিকল্পনা সেবাঃ
ক. অস্থায়ী পদ্ধতিঃ (১) স্বল্প মেয়াদী- খাবার বড়ি (আপন, সুখী), কনডম, ইঞ্জেকটেবল
(২) দীর্ঘমেয়াদী- ইমপ্লান্ট, আইইউডি
সেবা প্রদানকারীঃ পরিবার কল্যাণ পরিদর্শিকা ও দীর্ঘমেয়াদী পদ্ধতি ক্যাম্প সম্পাদনকারী সার্জন
খ. স্থায়ী পদ্ধতিঃ (১) টিউবেকটমী ( মহিলা বন্ধ্যাকরণ)
(২) ভ্যাসেকটমী (পুরুষ বন্ধ্যাকরণ)
সেবা প্রদানকারীঃ স্থায়ী পদ্ধতি ক্যাম্প সম্পাদনকারী সার্জন
৩) পদ্ধতি গ্রহণেচ্ছুক গ্রহীতাদের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে কাউন্সেলিং এবং পদ্ধতি গ্রহণ পরবর্তী ফলো-আপ
৪) গর্বভতী মায়েদের প্রসব পূর্ব চেক আপ, প্রসব পরিকল্পনা, প্রসবোত্তর চেক আপ ও নবজাতকের সেবা
৫) ০-৫ বছর বয়সী শিশুদের সমন্বিত চিকিৎসা সেবা
৬) কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকাল, প্রজনন স্বাস্থ্য, প্রজনন তন্ত্রের সংক্রমণ সংক্রান্ত চিকিৎসা সেবা ও পরামর্শ
৭) পরিকল্পিত পরিবার গঠন সংক্রান্ত পরামর্শ ও এমআর সেবা
৮) পুষ্টি সেবা ও সাধারণ রোগী সেবা
সেবা প্রদানকারীঃ পরিবার কল্যাণ পরিদর্শিকা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস