Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রদত্ত সেবা
বিস্তারিত
১) পরিকল্পিত পরিবার গঠন সম্পর্কিত কাউন্সেলিং ও পরামর্শ ২) পরিবার পরিকল্পনা সেবাঃ ক) অস্থায়ী স্বল্পমেয়াদী পদ্ধতি- খাবার বড়ি (সুখী, আপন), কনডম, ইঞ্জেকটেবল বিতরণ, প্রদান ও ব্যবহারের নিয়ম আলোচনা। খ) অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি- আইইউডি প্রদান ও ব্যবহার বিধি আলোচনা। ৩) বিভিন্ন পদ্ধতি গ্রহীতাদের জটিলতা সম্পর্কিত ফলো- আপ। ৪) প্রসবকালীন (এএনসি) সেবা, স্বাভাবিক ডেলিভারি সেবা, প্রসবোত্তর ( পিএনসি) সেবা ও নবজাতকের সেবা। ৫) ০-৫ বছর বয়সী শিশুদের সমন্বিত চিকৎসা সেবা। ৬) কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা, প্রজননতন্ত্রেের সংক্রমণ সংক্রান্ত সেবা ও পরামর্শ। ৭) সাধারণ রোগী সেবা ও এমআর সেবা। সেবা প্রদানকারীঃ পরিবার কল্যাণ পরিদর্শিকা/ স্যাকমো/ ফার্মাসিস্ট